News Breaking
wb_sunny

Breaking News

শিশুদের চুল কেটে দেওয়াকে ‘ওয়ান কাইন্ড অব শাসন’বললেন সংসদ সদস্য

শিশুদের চুল কেটে দেওয়াকে ‘ওয়ান কাইন্ড অব শাসন’বললেন সংসদ সদস্য

 

নারায়ণগঞ্জের আড়াইহাজারে চুরির অপবাদে তিন শিশুর হাত বেঁধে গ্রামে ঘোরানোর পর দুই শিশুর চুল কেটে দেওয়ার ঘটনাকেশাসনবললেন স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম (বাবু) আজ বুধবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা আদালত প্রাঙ্গণে এক প্রশ্নের জবাবে তিনি মন্তব্য করেন

নারায়ণগঞ্জ- (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বলেন, ‘ওরা চুরি করার পর মেয়র মুরব্বি হিসেবে শাসন করেছেন শুধু পরে তিনি বাজারে সেলুনে গেলে ফারুক নামের একজন ওই শিশুদের তাঁর কাছে নিয়ে যান পরে তিনি দেখেন, মাদ্রাসাপড়ুয়া শিশুদের চুল উদ্ভট তখন তিনি শিশুদের চুল সুন্দর করে কেটে গোসল করিয়ে মাদ্রাসায় দিয়ে আসেনদিস ইজ দ্য ওয়ান কাইন্ড অব শাসন শাসন আর আদর না থাকলে সভ্যতা গড়ে ওঠে না হাত বেঁধে গ্রাম ঘোরানোর পর এবড়োখেবড়ো করে চুল কেটে দেওয়াকেশাসনবলছেন কি না, জানতে চাইলে সংসদ সদস্য বলেন, ‘আমি এমনটি শুনিনি এমন কোনো ছবিও দেখিনি

চুরির অপবাদে শিশুদের চুল কেটে দেওয়ার ঘটনায় করা মামলার প্রধান আসামি মেয়র হালিম সিকদারগা ঢাকা দিয়েছেনবলছে পুলিশ তবে বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত মামলার বাদীসহ ভুক্তভোগী তিন শিশু তাদের অভিভাবকদের নিয়ে মেয়রকে আদালত এলাকায় অবস্থান করতে দেখা গেছে সময় মেয়রকে আদালত প্রাঙ্গণের বাইরে আইনজীবী ফজলে রাব্বীর চেম্বারে যেতে দেখা যায় ফজলে রাব্বী সংসদ সদস্য নজরুল ইসলামের ভগ্নিপতি বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত সংসদ সদস্যও আদালত প্রাঙ্গণে উপস্থিত ছিলেন এর কিছুক্ষণ পর চলে যান

Tags

Newsletter Signup

Sed ut perspiciatis unde omnis iste natus error sit voluptatem accusantium doloremque.

Next
Newer Post
Previous
This is the last post.

Post a Comment